Title
চকআলম কেন্দ্রীয় জামে মসজিদ, সাবগ্রাম, বগুড়া সদর, বগুড়া।
Address
চকআলম কেন্দ্রীয় জামে মসজিদ, সাবগ্রাম, বগুড়া সদর, বগুড়া।
History
<p>চকআলম কেন্দ্রায় জামে মসজিদটি ২০১৪ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত মসজিদের সভাপতি জনাব মো:ইয়াকুব আলী এবং সেক্রেটারীর নাম অহিদুজ্জামান ও ওয়ারেছ আলী। উক্ত মসজিদটি অত্র এলাকার মানুষের প্রচেষ্ঠায় ২০১৪ইং সালে নতুনভাবে হয়েছে। উক্ত মসজিদে অত্র এলাকার মানুষ আল্লাহ খুশি করার জন্য পাচ ওয়াক্ত নামাজ আদায় করেন। </p>